দেশে আপত্তিকর ওয়েবসাইট গুলি ব্লক করে দেওয়া হল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির

Spread the love

দেশে আপত্তিকর ১৬৬২টি ওয়েবসাইট এবং লেখা সরকারের অনুরোধে ফেসবুক আর টুইটার ব্লক করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির এই তথ্য জানান। ফেসবুকের কাছে অনুরোধ জানানো হয়েছিল ১০৭৬টি, তারা ব্লক করেছে ৯৫৬টি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল। টুইটার ব্লক করেছে ৪০৯ এবং ইউটিউব ১৫২টি ইউআরএল। লোকসভায় মন্ত্রী লিখিত জবাবে জানিয়েছেন, ইন্স্টাগ্রাম ৬৬টি ইউআরএল ব্লক করেছে সরকারের অনুরোধে। অন্যরা ব্লক করেছে ৭৯টি ইউআরএল। ইউনিফর্ম রিসোর্স লোকেটর জানায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কোথায় একটি পেজ দেখা যাবে। ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত এই হিসেব। মন্ত্রী জানান, আইনরক্ষাকারী সংস্থাগুলি ওয়েব ও সোশাল মিডিয়ায় নজরদারি করে থাকে। বেআইনি কিছু হলে তারা আই আইনের ৬৯এ ধারায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*