চেক বাউন্স নিয়ে সংসদে পাশ হল নয়া আইন

Spread the love
চেক বাউন্স নিয়ে নয়া আইন পাশ হল সংসদে ৷ এতদিন চেক বাউন্স করলে প্রতারকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার জন্য কোনও আইন ছিল না ৷ অনায়াসে নিয়মের ফাঁক গলে টাকা না মিটিয়েই পালিয়ে যেতে পারতেন যে কেউ ৷ সেই রাস্তাই এবার বন্ধ হবে কেন্দ্রের নয়া আইনে ৷
লোকসভার বাদল অধিবেশনে পাশ হয়ে গেল নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭ ৷ যা নতুন আইন তৈরির প্রথম ধাপ ৷ এই বিল অনুযায়ী নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১-কে সংশোধন করে নতুন আইন তৈরি করা হবে, যাতে টাকা না থাকলেও চেক ইস্যু করলে ব্যবস্থা নেওয়া যায় ৷
নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭ অনুযায়ী এবার যদি কোনও লেনদেনের ক্ষেত্রে চেক বাউন্স করে তবে যিনি চেক ইস্যু করেছেন, তাঁর বিরুদ্ধে ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করা যাবে ৷ এরপর অভিযুক্তকে চেক ইস্যু করার ৬০ দিনের মধ্যে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে মোট অর্থের ২০ শতাংশ আদালতে জমা করতে হবে ৷ আদালত সেই অর্থ দেবে অভিযোগকারীকে ৷ তবে বিশেষ ক্ষেত্রে আদালত জরিমানার অর্থের পরিমাণ বাড়িয়ে ১০০ শতাংশ এবং অর্থ প্রদানের সময়সীমা কমিয়ে ৩০ দিনও করতে পারে ৷
মামলার শুনানির পর আদালত যদি চেক ইস্যু করেছেন যিনি তাঁকে মামলা থেকে অব্যহতি দেন তবে অভিযোগকারীকে সুদ সমেত সব টাকা ফেরত দিতে যা তিনি জরিমানা হিসেবে পেয়েছিলেন ৷ তবে এই বিল আইন হিসেবে লাগু হওয়ার আগে নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭-কে রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ করতে হবে ৷ কেন্দ্রের যুক্তি, এই আইন লাগু হলে চেকের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতির প্রবণতা রোধ করা যাবে ৷ উল্লেখ্য, এই মুহূর্তে সারা দেশে চেক বাউন্স সংক্রান্ত ১৬ লক্ষ কেস আদালতে ঝুলছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*