কে প্রধানমন্ত্রী হবেন তা নয়, BJP বিরোধিতাকেই অগ্রাধিকার দেওয়া হবেঃ রাহুল গান্ধী

Spread the love
জোটসঙ্গী বিভিন্ন আঞ্চলিক দলগুলির নেতাদের কাছ থেকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থীর নাম চাওয়া হবে। সেক্ষেত্রে জোটসঙ্গীদের যা মতামত সেটাকেই গুরুত্ব দেওয়া হবে।  কে প্রধানমন্ত্রী হবেন তা নয়, BJP বিরোধিতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। তবে তার মানে এই নয় যে, কংগ্রেস আঞ্চলিক দলগুলির উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকবে।”
কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে রবিবার। সেখানে সিদ্ধান্ত হয়েছিল রাহুল গান্ধিই হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। কিন্তু তার ঠিক একদিন পরেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই বিষয়টি জোটসঙ্গীদের ঐকমত্যের উপর ছেড়ে দেওয়া হয়। গতরাতে দিল্লিতে এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় রাহুল জানান, যে যে রাজনৈতিক দল BJP ও RSS-কে হারাতে পারবে তাদেরই সমর্থন জানানো হবে। পাশাপাশি রাহুল বলেন, তেলুগু দেশম পার্টি ও শিবসেনার কাছ থেকে বাড়তি সুবিধা পাবে কংগ্রেস।

এছাড়া প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কীভাবে তাদের নিজ নিজ রাষ্ট্রে দায়িত্ব পালন করবেন যাতে জোটে কীভাবে যেতে হবে, যদি থাকে এবং কোন রাজনৈতিক দলের সাথে সেইসব সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতিদেরই নিতে হবে। এর পিছনে এআইসিসি’র কোনও ভূমিকা থাকবে না। আর একারনেই বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিরা ওয়ার্কিং কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন। 

বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*