(প্রতীকী ছবি)
আদতে ব্যথা কমানোর “ওষুধ”। ক্যান্সারের ব্যথা কমাতে অনেক সময় এই ওষুধ দেন চিকিৎসকরা। মাদক হিসেবেও এটি ব্যবহার করা হয়। তথ্য বলছে, বাংলাদেশে এই অ্যাম্পিউল মাদক হিসেবে ব্যবহার করা হয়। আজ ৫ লাখ টাকা মূল্যের অ্যাম্পিউল বাজেয়াপ্ত করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এই ঘটনায় মালদা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পোশাকি নাম ampules (2ml)। আসলে সেটি Buprenorphin Injection LUPIGESIC (NRX)। মাদকাসক্তরা এটিকে মাদক হিসেবে ব্যবহার করেন। সিরিঞ্জের মাধ্যমে এই ওষুধ প্রয়োগ করেন মাদকাসক্তরা। NCB-র দাবি, ইদানিং পার্টি ড্রাগ হিসেবে ব্যবহার হচ্ছে এই অ্যাম্পিউল। মালদার কালিয়াচকের মহম্মদ কালু ৪৯৭১টি অ্যাম্পিউল জমা করেছিল বাড়িতে। সেগুলি চালান করার কথা ছিল মুর্শিদাবাদের লালগোলায়। খবর পায় NCB। গতরাতে সংস্থার পূর্বাঞ্চলীয় শাখার বেশ কয়েকজন গোয়েন্দা হানা দেয় কালুর বাড়িতে। উদ্ধার হয় মাদক ইনজেকশন। NCB-র দাবি উদ্ধার হওয়া অ্যাম্পিউলের বাজার মূল্য ৫ লাখ টাকা। ওই মাদক লালগোলা থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হতো বলে মনে করছেন গোয়েন্দারা।
গত রাতে NCB গ্রেপ্তার করে কালুকে। তার কাছে পাওয়া গেছে ২০৩০ টাকা, ৩টি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এই মাদক চক্রের সঙ্গে আন্তর্জাতিক যোগ আছে কি না তা-ও জানার চেষ্টা চলছে।
Be the first to comment