নস্ট্যালজিয়ার হাত ধরে আবার কলকাতার রাস্তায় দেখা যাবে ডবল ডেকার

Spread the love
সাদা-কালো পুরনো সেই কলকাতাটা ৷ যেখানে শ্যামবাজারের নেতাজী হয়ে, বাবুবাঘাটের চুল এলোমেলো দমকা হাওয়া, গড়িয়াহাটের দর কষাকষি…. আর পাশ দিয়ে হুস করে চলে যাওয়া লাল লাল সেই বাসগুলো… অনেকটা দমকলের গাড়ির মতো ৷ তবু সেই বাসের মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়া এক গাদা স্মৃতি, ছোটবেলার বাদাম ভাজা হয়ে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়া ৷ সবগুলো নস্টালজিয়াকে যেন সান্তার ঝুলির মধ্যে পুড়ে শীতের অনেকদিন আগেই এসে পড়ল তিলোত্তমার রাস্তায় ৷ ‘প্রেমিকা’ কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘‘কবিতাকে আমি ভুলে থাকি যদিঅমনি সে রেগে হঠাৎ আমায়ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয়’’ ৷ একবার ঋতুপর্ণ ঘোষের স্মৃতিচারণায় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের কথাতেও উঠে এসেছিল ডবল ডেকার বাসের কথা ৷ অপরাজিতা কোনওদিন সময়ে সেটে পৌঁছাতেন না ৷ সে কারণে ঋতুপর্ণ তাঁকে বলেছিলেন, ‘‘তুই ডবল ডেকার বাসের তলায় চাপা পড়ে মর…৷’’ বাসের তলায় চাপা পড়লে তো যে কেউ মরবে ৷ কিন্তু অপরাজিতার চেহারা ভারী বলে তাঁকে দোতলা বাসের নীচেই চাপা পড়ার ‘পরামর্শ’ দিয়েছিলেন ঋতুপর্ণ ৷ কলকাতাবাসীর মনে এমনভাবেই গেঁথে ছিল ডবল ডেকার ৷
সেই ডবল ডেকার…৷ আজকের মধ্যবয়স্কমধ্যবয়স্কার মেমরি লেনে যার অবাধ চলাচল, সেই নস্ট্যালজিয়ার হাত ধরে আবার আসতে চলেছে ডবল ডেকার ৷ অবশ্যই যুগের সঙ্গে পাল্লা দিয়ে ৷ আর অবশ্যই অত্যাধুনিক সাজে ৷ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া সেই ডবল ডেকারকে আবারও কলকাতার রাজপথে আনতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার ৷ পরিবহন দফতর সূত্রে খবর, প্রথমিকভাবে কয়েকট বাস নামানো হবে ৷ প্রাথমিকভাবে এই বাস চালানো হবে রাজারহাট-নিউটাউনের বুকে। বিশেষত, ইকোপার্ক এলাকায়। পরবর্তীকালে সমস্ত রুটেই চলবে এই বাস ৷ যুগের সঙ্গে তাল মেনে আধুনিকও হচ্ছে ডবল ডেকার ৷ গোটা বাসটিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত ৷ সঙ্গে থাকতে পারে ক্যাফেটেরিয়াও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*