পশ্চিমবঙ্গ নাকি বাংলা, কী হবে নাম? বৃহস্পতিবার ঠিক হতে পারে বিধানসভায়

Spread the love
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা নিয়ে সর্বসম্মত প্রস্তাব বৃহস্পতিবার গ্রহণ করা হবে বিধানসভায় ৷ ১৭৯ ধারায় প্রস্তাবটি গৃহীত হবে৷ একই সঙ্গে এ দিন লোকায়ুক্ত বিলও বিধানসভায় পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভার বিএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম শব্দটি মুছে ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত ২০১৬ সালে পাস হয়েছিল রাজ্য মন্ত্রিসভায়৷ সরকারের বক্তব্য ছিল, জাতীয়স্তরে রাজ্যের স্বাস্থ্যরক্ষায় সহায়ক হবে নাম বদলে গেলে৷ বিধানসভায় নয়া নাম নিয়ে বিতর্ক শেষে সকলেই তা মেনে নেন৷ এ বার বিধানসভায় পাস হয়ে গেলে তারপর তা পাঠানো হবে দিল্লিতে৷ কারণ যুক্তরাষ্ট্রী কাঠামোতে রাজ্যের নাম পরিবর্তন করতে হলে সংসদের অনুমোদনও প্রয়োজন৷
অনেক ঐতিহাসিকের অবশ্য বক্তব্য, পশ্চিমবঙ্গ নামের মধ্যে ‘পশ্চিম’ শব্দটি দেশভাগের করুণ ইতিহাসের স্মৃতি বহন করে – সেটা অযথা মুছে ফেলার কোনও মানে হয় না। কিন্তু রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে দিল্লিতে যখন সব রাজ্যকে নিয়ে কোনও সম্মেলন হয়-– তখন ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যগুলিকে ডাকা হয় বলে ডব্লিউ দিয়ে শুরু ওয়েস্ট বেঙ্গলের নাম আসে সবার শেষে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*