ঢাকের দায়ে মনসা বিকোনো’, এমনই অবস্থা কলকাতা মেট্রো রেলের। কর্তৃপক্ষের দাবি, এখন মেট্রোয় আনুমানিক ১০০ টাকা রোজগার করতে গিয়ে খরচ করতে হচ্ছে প্রায় ৩০০ টাকা। আয়ের থেকে খরচের অনুপাত বেড়ে যাওয়ায় রেলমন্ত্রকের কাছে ভাড়া বাড়ানোর প্রস্তাব পাঠাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, রেল বোর্ডের কাছে নূন্যতম ভাড়া পাঁচ টাকা থেকে ১০ টাকা করার প্রস্তাব দেবে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতি সামলাতে জন্য বিকল্প পথে আয়ের ভাবনাও রয়েছে কলকাতা মেট্রোর ৷
রেল সূত্রে খবর, ১০০ টাকা আয় করতে মেট্রোর খরচ ২৬৮ টাকা ৷ তাই ক্ষতি সামাল দিতে ভাড়া বৃদ্ধি আবশ্যক বলে মত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের ৷ এছাড়া মেট্রো স্টেশনগুলিতে এটিএম, খাবারের দোকানের জন্য ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুঁজছে কর্তৃপক্ষ ৷ এমনকি আয় বাড়াতে স্টেশনে স্টেশনে ওষুধের দোকান খোলারও প্রস্তাব রয়েছে তালিকায় ৷ এব্যাপারে আইআইএম জোকার সাহায্য নেবে মেট্রো ৷
এর আগে ২০১৩-তে শেষবার ভাড়া বেড়েছিল মেট্রোতে। কিন্তু সেবার নূন্যতম ভাড়ার অঙ্ক বাড়ানো হয়নি। মেট্রোকর্তাদের পর্যবেক্ষণে, প্রথম জোন বা স্বল্প দূরত্বের টিকিটের যাত্রীসংখ্যাই বেশি। তাই নূন্যতম ভাড়া বাড়ানো হলে, আয় অনেকটাই বাড়বে বলে অনুমান মেট্রো কর্তাদের
নিত্যযাত্রীদের মতে, সুষ্ঠু পরিবেষা দেওয়ার লক্ষ্যে মেট্রোর ভাড়া খানিকটা বাড়ানো হলে যাত্রীদের পকেটে তেমন চাপ পড়বে না। তাই কলকাতার লাইফ লাইন মেট্রো পরিষেবাকে আরও উন্নত করার স্বার্থে ভাড়া বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন মেট্রো যাত্রীরা। তবে ভাড়া বৃদ্ধির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল বোর্ড।
Be the first to comment