নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Spread the love
 বৃষ্টি কমলেও সকাল থেকে আকাশের মুখ ভার ৷ ফের নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুধু তাই নয় আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাঁকুড়া,বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনাতেও বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
নিম্নচাপ সরলেও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বঙ্গোপাসাগরে নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে সরেছে ৷ আরও সরে মধ্যপ্রদেশে অবস্থান করেছে ৷ এর জেরে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৷ রাজস্থান থেকে মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত্ব ৷ বিহারের ডালনটগঞ্জ পুরুলিয়া দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*