কেন্দ্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে চলেছে তেলুগু দেশম পার্টি

Spread the love

কেন্দ্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনার পরিকল্পনা করছে তেলুগু দেশম পার্টি । উল্লেখ্য সংসদে অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু । এরপরই টিডিপির দলীয় সাংসদদের স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনার নির্দেশিকা জারি করেছেন চন্দ্রবাবু ।

উল্লেখ্য,  মার্চ মাসেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের স্বীকৃতি না দেওয়ায় এনডিএ সরকার ছাড়ে টিডিপি । অনাস্থা ভোটের দিনও প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন ১৪তম অর্থ কমিশন অনু্যায়ী এই স্বীকৃতি দেওয়া সম্ভব নয় । একই কথা বলেছিলেন পীযূষ গোয়েল । কিন্তু চন্দ্রবাবু জানিয়েছেন অর্থ কমিশন আইনের ভুল ব্যাখ্যা করা হয়েছে ও সেইজন্যই এই নোটিশ আনার সিদ্ধান্ত নিয়েছে টিডিপি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*