পুলিশের এক সাব-ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে মৃত্যুদণ্ডের সাজা দিল তিরুবন্তপুরমের বিশেষ সিবিআই আদালত। অভিযুক্তদের নাম যথাক্রমে জিতুকুমার ও এস ভি শ্রীকুমার। ২০০৫ সালে পুলিশের অত্যাচারে লকআপের মধ্যেই মৃত্যু হয় ২৭ বছরের এক যুবকের। নাম উদয় কুমার। সেই মামলার রায়ে ফাঁসির সাজা শোনাল আদালত। একইসঙ্গে ২ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে।
জানা গিয়েছে, উদয় কুমারকে চুরির দায়ে গ্রেফতার করা হয়েছিল। শ্রীকান্দিশ্বরম এলাকা থেকে সে এবং তার কয়েকজন বন্ধুকে গ্রেফতার করা হয়। উদয়ের কাছ থেকে ৪৫০০ টাকা পাওয়া গেছে বলে সেসময় দাবি করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের নামে তাকে থানার লকআপে আটক করা হয়। পুলিশ লকআপেই মৃত্যু হয় তার। ময়না তদন্তের রিপোর্টে তার শরীরে ২২টি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। রিপোর্টে আরও বলা হয়, মাত্রাতিরিক্ত শারীরিক নির্যাতনের কারণেই মৃত্যু হয় উদয়কুমারের। এরপরেই মৃতের নামে মিথ্যা কেস সাজিয়ে ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা শুরু হয়। ২০১০ সালে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। মোট ৫ জন পুলিশকর্মীও অফিসারের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো ও হত্যার অভিযোগে তদন্ত শুরু করে সিবিআই। ফাঁসির সাজা প্রাপ্তরা ছাড়া বাকি অভিযুক্তরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার টি কে হরিদাস, সার্কেল ইন্সপেক্টর ই কে সাবু ও সাব-ইন্সপেক্টর অজিত কুমার। হরিদাসকে ৩ বছরের ও বাকিদের ৬ বছরের কারাদণ্ডেরও সাজা দিয়েছে আদালত।
Be the first to comment