জমা জলের সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম

Spread the love

বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গা। বিশেষত রবীন্দ্রনগর ও বেহালায় এই সমস্যা বেশি দেখা যায়। তাই এই সমস্যা সমাধানের জন্য ফের নতুন করে উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম। এপ্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র শোভন চ্যাটার্জি বলেন, “কয়েকদিন আগে বৃষ্টিতে বেহালা ও রবীন্দ্রনগর জলমগ্ন হয়ে পড়ে। বেহালার ফ্লাইং ক্লাবের কাছে পাম্প খারাপ হওয়ার জন্যই এই ঘটনা ঘটে। এই পাম্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল একটি বেসরকারি কম্পানির ঠিকাদার। বেগোর খালে পাম্প লাগানোর কাজও তারাই দেখভাল করত। তাদের কাজে গাফিলতির জন্যই বেহালার বিভিন্ন অংশে জল জমছিল। তবে আমরা কাজ শুরু করে দিয়েছি। কাজ শেষ হলে এই এলাকাগুলিতে আমরা জল জমার সমস্যা রোধ করতে পারব।”
জল রুখতে পদক্ষেপ নিয়েছিল কলকাতা পৌরনিগম। কিন্তু, সমস্যার সমাধান হয়নি। এপ্রসঙ্গে শোভন চ্যাটার্জি বলেন, “ড্রেনেজ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। কাজ চলাকালীন সময়ে একটু সমস্যা হবে। তবে কাজ শেষ হলে আমরা জলজমা রোধ করতে পারব। শীলপাড়া, নারায়ণ রায় রোডে অন্য ধরনের পাম্প লাগিয়ে জমা জল বের করছি। ইতিমধ্যে জোকায় পাম্পিং স্টেশনের কাজ শেষ হয়েছে। ১২ জুলাই থেকে বেগোর খালে ৫টি পাম্প লাগানো হয়েছে। পাম্প খারাপ হওয়ার জন্য বেহালা ফ্লাইং ক্লাবের কাছে জল জমছিল। আমারা সেটা ঠিক করেছি।
তিনি আরও বলেন, “বেসরকারি কম্পানির ঠিকাদার কর্মীরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসলে কাজ করতে গেলে কোন অজুহাতে আমরা কাউকে নিতে পারি না। তেমনই হঠাৎ করে তাদের বাদ ও দিতে পারি না। এটাই ট্রাজেডি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*