নিম্নচাপ সরলেও চলছে বৃষ্টি, জোড়া মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

Spread the love
বৃষ্টি থামার যেন কোনও লক্ষণ নেই ৷ নিম্নচাপ সরলেও ফের নতুন করে তৈরি হচ্ছে বৃষ্টি যার জেরে এখনই কমছে না বৃষ্টি ৷ বুধবার রাত থেকে ফের বেড়েছে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। 
জানা গিয়েছে, জোড়া মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টিপাত বাড়বে। ঘূর্ণাবর্তটি বাংলাদেশের উপর অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনা ও নদিয়ায় পাশাপাশি বঙ্গপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হচ্ছে, তার প্রভাবে সপ্তাহ শেষে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*