দিলীপ ঘোষকে গরু উপহার দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় উঠলো হাসির রোল

Spread the love

রাজ্যের নাম পরিবর্তিত হয়ে বাংলা হওয়ার মাঝে দিলীপ ঘোষের করা প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল গরু প্রসঙ্গ ৷ বাংলায় মাছ চাষ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পরামর্শের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তাকেই একটি গরু উপহার দেওয়ার কথা বলেন ৷

এদিন বিধানসভা প্রশ্নোত্তর পর্বে রাজ্যের মাছ চাষ নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৎস্যমন্ত্রী ৷ এর মধ্যেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মাছচাষে বাংলা ভাল কাজ করলেও তা অন্ধ্রের তুলনায় কিছু নয় ৷ গত এক বছরে রফতানি প্রচুর বাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কিন্তু বাংলা ততটা এগোয়নি ৷ অন্ধ্রপ্রদেশ প্রায় ১৩৩ শতাংশ উন্নতি করেছে ৷’ একইসঙ্গে তাঁর পরামর্শ ছিল, রাজ্যের মৎস্য আধিকারিকদের উচিত অন্ধ্রপ্রদেশ কিভাবে মাছ চাষ করছে তা দেখে আসা ৷

দিলীপ ঘোষের প্রশ্ন শেষ হতে না হতেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী এর জবাব দেন ৷ তিনি বলেন, ‘বাংলাকে আগে জানুন, তারপর বলবেন ৷ অন্ধ্রে মাছ উৎপাদন হলেও সেখানকার মানুষ মাছ খান না ৷ তাই রফতানির জন্য ওদের কাছে অনেক উদ্বৃত্ত মাছ থাকে ৷ কিন্তু বাংলার মানুষের প্রধান খাদ্যই মাছ-ভাত ৷ তাই উৎপাদিত মাছ বাংলার মানুষের কাজেই লাগে ৷ তাই এখানে রফতানির পরিমাণ কম ৷’                    এখানেই শেষ নয় ৷ রাজ্য বিজেপি সভাপতিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা তো মাছ-মাংস খান না আর উপহারে গরু দেন ৷ প্রধানমন্ত্রী তো উগান্ডায় গিয়েও গরু উপহার দিচ্ছেন ৷ এবার তো আমাদেরও গরু দান করতে হবে ৷ বিয়েবাড়িতে গরু দান করতে হবে ৷ ভাবছি প্রথমে আপনাকেই একটি গরু দান করব ৷’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায় ৷

পরে বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর গরু মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে গরু দান করবেন ৷ তাতে ভালই হবে, মুখ্যমন্ত্রীর পূণ্য হবে ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*