প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার জনজীবন, আর তাতেই পোয়া বারো ক্যাব চালকদের!

Spread the love
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার জনজীবন ৷ বুধবার সারারাত ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি ৷ আর তাতেই বিপর্যস্ত শহরের জনজীবন ৷ আজ, বৃহস্পতিবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি একটানা হয়েই চলেছে ৷ এর জন্য বিভিন্ন স্কুল-কলেজে যেমন ‘রেনি ডে’ ঘোষণা করা হয়েছে। তেমনি রাস্তায় নেমে অসুবিধায় পড়েছেন অফিস যাত্রীরা ৷ আর এর সুযোগ এখন ভালমতোই নিচ্ছে ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবসংস্থাগুলি ৷
রাস্তায় বিশাল যানজট ৷ জায়গায় জায়গায় জল জমে যাওয়ায় ট্র্যাফিক প্রায় এগোচ্ছে না-ই বলা যেতে পারে ৷ হলুদ ট্যাক্সির অবস্থা তো আরও শোচনীয় ৷ এমনি সময়েই দেখা মেলে না তাদের ৷ আজ, ডাবল ভাড়া দিলেও গন্তব্যে যেতে চাইছে না অধিকাংশ হলুদ ট্যাক্সি ড্রাইভারই ৷ প্রবল বৃষ্টিতে পকেট কাটছে ওলা-উবর ৷ সাধারণ ভাড়ার তুলনায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে ৷ এমনটাই অভিযোগ যাদবপুর থেকে সল্টলেক, হাতিবাগান থেকে এয়ারপোর্ট সর্বত্রই ৷  দ্বিগুণ ভাড়া নেওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ যাত্রীরা ৷ অনেক অ্যাপ ক্যাব ড্রাইভার আবার গন্তব্য পর্যন্তও পুরো রাস্তা যাচ্ছে না ৷ রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় অনেক ড্রাইভারই ট্রিপ বন্ধ বা বাতিল করছেন  ৷ কিছুদিন আগেই অ্যাপ ক্যাবের সার্জ চার্জ নিয়ে অনেক কথা উঠলেও বাস্তবে পরিস্থিতিটা যে সম্পূর্ণ উল্টো ৷ তা এমন বৃষ্টি-বাদলার নিয়েই স্পষ্ট ৷ রাজ্যের বেঁধে দেওয়া তালিকা মানছে না ওলা বা উবর কোনও অ্যাপ কাব সংস্থাই ৷ একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্য পরিবহণ দফতরের অফিসে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*