মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা

Spread the love
হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানোর উদ্দেশ্যে বাড়ানো হচ্ছে CCTV র সংখ্যা। যখন তখন বিভিন্ন কারণে হাসপাতালের সম্পত্তি ভাঙচুর করা হয়। পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে শিশু চুরি-সহ আরও অনেক ধরনের অভিযোগ উঠে থাকে। এসব আটকাতেই আরও বেশি সংখ্যক CCTV বসানোর সিদ্ধান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে।
নবান্ন সূত্রে খবর, যে হাসপাতালে CCTV নতুন করে বসানো হচ্ছে বা বাড়ানো হচ্ছে সেগুলি হল – মেদিনীপুর মেডিকেল কলেজ ২১২ টি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ২৪৮টি, বিসি রায় হাসপাতাল ১১২টি, কলকাতা মেডিকেল কলেজ ৬৪ টি, এস‌এসকেএম ৬৪টি, ট্রপিক‍্যাল মেডিসিন ৬৪টি, এন আর এস হাসপাতাল ৪৮টি, বাঁকুড়া মেডিকেল কলেজ ৫৬টি, সিউড়ি মেডিক্যাল কলেজ ৫৬টি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ১৪০ টি, রামপুরহাট মেডিকেল কলেজ ২৮ টি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই CCTV বসানোর কাজ হচ্ছে। মোট ১৪৪০ টি CCTV বসানো হবে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। মূলত যে সমস্ত হাসপাতলে ভাঙচুরের ঘটনা বেশি হয় প্রাথমিকভাবে সেইসব হাসপাতালে এই CCTV বসানো হচ্ছে। পরবর্তীকালে অন্যান্য হাসপাতালেও বাড়ানো হবে CCTVর সংখ্যা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*