ফেসবুকের সদর দফতর থেকে সতর্কবার্তা। আত্মহত্যার আগেই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। অসমের ঘটনা। ফেসবুকে আত্মহত্যার ইচ্ছা জানিয়ে একটি পোস্ট দেয় ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে বিষয়টি চোখে পড়ে কর্তৃপক্ষের। অসম পুলিশের ডিজি কুলধর সিকিয়া জানান, ফোন কলটি এসেছিল সুদূর আমেরিকায় ফেসবুকের সদর দফতর থেকে। আত্মহত্যার বিষয়টি তাঁদের জানানো হয়। এরপরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তড়িঘড়ি তার বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। পরে দেখা যায়, পোস্টটিতে লেখা ছিল ‘আমি আজ রাতে আত্মহত্যা করব’। সৌভাগ্যবশত তার আগেই পৌছে যায় পুলিশ। ঘটনার মূলে একটি দামী ক্যামেরা। দীর্ঘদিন ধরেই অভিভাবকের কাছে দামী ক্যামেরা কেনার দাবি জানিয়ে আসছিল ওই নাবালিকা। কিন্তু সেই কথায় কান দেয়নি পরিবারের কেউ। তাই নিজেকেই শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশের পক্ষ থেকে পোস্টটিকে মুছে ফেলার কথা বলা হয়েছে। এই নিয়ে অভিভাবকদেরও সতর্ক করা হয়েছে।
Be the first to comment