কোচবিহার কলেজের গুলিবিদ্ধ ছাত্রনেতা মাজিদ আনসারির মৃত্যু হল। শিলিগুড়ির নার্সিং হোমে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীর নেতা মাজিদ কলেজ থেকে বেরিয়ে গুলিবিদ্ধ হন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। গত ১৩ জুলাই কোচবিহার কলেজে ঢুকে পরে বহিরাগতরা। কলেজে একটি গোষ্ঠীর ছাত্রনেতার নাম ছাপিয়ে তাকেই সাধারণ সম্পাদক বলে দাবি করে। ক্লাসে ঢুকে সেই পোস্টার ছড়াতে শুরু করলে অপর গোষ্ঠীর ছাত্ররা প্রতিবাদ জানায়। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি। বহিরাগতরা এরপরেই কলেজের কাছেই গুলি চালায় বলে অভিযোগ। বাড়ি ফেরার পথে বিবেকানন্দ স্ট্রিটে গুলিবিদ্ধ হন মাজিদ আনসারি। অভিযোগ প্রকাশ্যে আসতেই আত্মগোপন করেছেন স্তানীয় এক তৃণমূল নেতা। ঘটনায় নাম জড়ায় তৃণমূল কংগ্রেসের আরেক নেতা আব্দুল কলিম ও রফে মুন্না খানের। কেউই গ্রেপ্তার হয়নি।
Be the first to comment