বিজেপির হাত থেকে গঙ্গা আর রামমন্দির ছিনিয়ে নিতে পথে নামলো শিবসেনা

Spread the love

আনুষ্ঠানিকভাবে জোট ভাঙারই মুখে। প্রতিদিনই গালমন্দ চলছেই। এবার বিজেপির হাত থেকে গঙ্গা আর রামমন্দির ছিনিয়ে নিতে নামল শিবসেনা। ইতিমধ্যেই মুম্বইয়ে ‘চলো বারাণসী, চলো অযোধ্যা’ বলে হোর্ডিংও পড়ে গিয়েছে। বৃহস্পতিবার উদ্ধব ঠাকরের জন্মদিনে হোর্ডিংগুলি শিবসেনার সম্পাদক মিলিন্দ নরভেকরের তরফে উপহার। দসের নেতা সঞ্জয় রাউত বলেছেন, ২৫ বছর আগে রামন্দিরের ডাক দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত কিছুই হয়নি। উদ্ধবজি বারাণসী যাবেন, অযোধ্যায় যাবেন। দেকা যাক, সেখানে কিছু করসেবা করা যায় কিনা। উত্তরপ্রদেশে গিয়ে উদ্ধবজি বিশদে বলবেন। বলাবাহুল্য, লোকসভা ভোটের আগে শুধু মহারাষ্ট্রেই নয়, গোটা দেশেই হিন্দুভোট টানতে নামছে শিবসেনা। রামমন্দির নিয়ে বিজেপিকে আক্রমণ করে নিজেদের হিন্দুত্ব ব্রিগেডের পুরোভাগে আনতে চাইছে তারা। শিবসেনা বরাবরই মহারাষ্ট্রের স্থানীয় ইস্যুতেই লড়েছে। কিন্তু রামমন্দির আর নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী দিয়ে শুধু মারাঠিই নয়, বৃহত্তর হিন্দুসমাজের কাছে পৌঁছতে চাইছে তারা, এমনটাই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*