জঙ্গলমহলে বিজেপির খানিকটা উত্থান বাড়তি অক্সিজেন জুগিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্বকে। সেই উৎসাহকে সঙ্গী করে রাজ্য জয় করতে মরিয়া প্রচেষ্টা শুরু করেছে বিজেপি। কিন্তু এবার সেই জঙ্গলমহলেই ব্যাকফুটে যেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের চিন্তা এখন একটাই কি করে দলের ভাঙন আটকানো যাবে! কারণ বিভিন্ন জেলা থেকে বিজেপির আসনে জয়ী প্রার্থীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে।
প্রসঙ্গত, জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় বিজেপি শিবির ক্রমশ ভেঙেই চলেছে। ২১ জুলাইয়ের তৃণমূলের শহীদ মঞ্চে ৪০ জন বিজেপির জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর বৃহস্পতিবার আবারও ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। এদিন ঝাড়গ্রাম জেলার বিজেপির বেশ কয়েকজন শীর্ষনেতা কলকাতায় এসে যোগ দিলেন তৃণমূলে।
জানা গিয়েছে,ঝাড়গ্রাম জেলার তৃণমূল চেয়ারম্যান ডাঃ সুকুমার হাঁসদা ও তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির রাজ্যস্তরের নেতা কৃষেন্দু বিশইয়ের হাত ধরেই তারা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। সূত্রের খবর, দলের মহাসচিবের সম্মতি পাওয়ার পরই ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতারা যোগ দিলেন তৃণমূলে।
এদিকে সদ্য বিজেপি ছাড়া নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূলে যোগদান করলেন। অতএব, ঝাড়গ্রাম জেলার দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায় হাতে যাওয়ার পরই জেলায় তৃণমূলের সংগঠন আরো মুজবুত হয়েছে বলেই মনে করছে জেলা তৃণমূলের শীর্ষ নেতারা।
Be the first to comment