হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
Be the first to comment