বিনোদনের আসরে একের পর এক সপ্তাহে বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে এক একটি জনপ্রিয় ধারাবাহিক ৷ সে ফিকশন হোক বা নন ফিকশন দৈনন্দিন ভাললাগায় এক অন্য মাত্রা নিয়েছে ৷ পরিসংখ্যানের বিচারে কেউ একদম পিছন থেকে এসেছে সামনে আবার কেউ পিছিয়ে পড়েছে সামান্য ৷ তবে চুলচেরা বিশ্লেষন করলে টক্কর দেওয়ার ক্ষেত্রে কেউই পিছিয়ে নেই ৷
বিগত এক সপ্তাহে বাংলা টেলিভিশনে CS 15+ বিভাগে কলকাতায় মহিলাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে কৃষ্ণকলি, টিভিআর ৯.১। গত এক সপ্তাহ জুড়ে বাংলা টেলিভিশনে রাজত্ব করেছে জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি ৷ নিটোল কাহিনি ও গল্পের বাঁধনের সঙ্গে চরিত্র চিত্রণ সব মিলিয়ে জমজমাট মহাসপ্তাহে এক অনবদ্য বিনোদন উপহার পেয়েছেন দর্শকেরা ৷ গত কয়েক সপ্তাহ ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল বকুলকথা, এই সপ্তাহে সবাইকে টপকে এক নম্বরে ধারাবাহিক কৃষ্ণকলি ৷ জয়বাবা লোকনাথ ও করুণাময়ী রাণী রাসমণি ৮.৩, বকুলকথা ৮ এবং নতুন ধারাবাহিক দেবী চৌধুরাণী ৭.৮ ৷
Be the first to comment