কৃষিকাজের উন্নয়নে আরও একধাপ এগোল রাজ্য সরকার

Spread the love

কৃষকদের পাশে দাঁড়াতে সবসময়ই উদ্যোগী মুখ্যমন্ত্রী। চাষে আগ্রহ বাড়াতে একাধিক প্রকল্প চালু হয়েছে ইতিমধ্যেই। এবার কৃষিকাজের উন্নয়নে আরও একধাপ এগোল রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুরে ধানরোয়া যন্ত্রের মাধ্যমে চাষ শুরু হয়েছে। যন্ত্র কেনায় কৃষকদের বিশেষ ভর্তুকিও দেওয়া হচ্ছে। সময় ও খরচের সাশ্রয়ে খুশি কৃষকরা।
কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি বিমা চালু, কৃষি ঋণ মকুব সহ একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রেরও আধুনিকীকরণও হয়েছে বিভিন্ন জায়গায়। পুরোন পদ্ধতির বদলে নতুন নতুন পদ্ধতিতে চাষে উৎসাহ দিয়েছে রাজ্য সরকার। এবার কৃষিকাজে নতুন দিশা দেখাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ ধানরোয়া যন্ত্র। কম বীজ, কম সার ও কম খরচে অনেক বেশি জমিতে ধান চাষ করতে পারবেন কৃষকরা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কৃষকদের ধানরোয়া যন্ত্রের সাহায্যে চাষের পদ্ধতি দেখানো হয়েছে। সাহায্য করেন কৃষি আধিকারিকরা।

৫০ মিনিটে ১ একর জায়গা চাষ। ১ বিঘা জমিতে চাষের খরচ ৫০০-৬০০ টাকা। বীজ তৈরির জন্য খরচ ৬০০-৭০০ টাকা। বিঘা প্রতি চাষের খরচ ১,১০০- ১,২০০ টাকা। যন্ত্র কিনতে চাইলে কৃষকদের সরকারি ভর্তুকি দেওয়া হবে । কৃষি দফতরে যোগাযোগ করতে হবে।  যন্ত্র ভাড়া নিলেও ছাড় দেওয়া হবে।

বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের ধানরোয়া যন্ত্র নিয়ে পরিচয় করানো হচ্ছে। কৃষকদের উৎসাহ দিতে পেরে খুশি প্রশাসনও।
কোচবিহার, জলপাইগুড়ি, হুগলি, বর্ধমানে ইতিমধ্যেই ধানরোয়া যন্ত্রের ব্যাপক সাড়া মিলেছে। এবার মহিষাদলেও এই যন্ত্রের মাধ্যমে ধানচাষে লাভবান হবেন কৃষকরা। আশাবাদী জেলা কৃষি আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*