২০১৫ সালে হওয়া প্রাথমিকের টেটে, পর্ষদের বেশ কিছু উত্তরে ঘিরে যে বিভ্রান্তি রয়েছে তাতে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। সঠিক উত্তরের জন্য রিপোর্ট তলব আদালতের শুক্রবার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, বিশ্বভারতীর উপাচার্যকে কমিটি গড়ে, কোনটা ঠিক উত্তর, আর কোনটি ভুল, তা রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন। মুখ বন্ধ খামে ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।
প্রাথমিকে নিয়োগের জন্য রাজ্যে দ্বিতীয় টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১৪ সালে। পরীক্ষা হয় ২০১৫ সালের ১১ অক্টোবর। এই টেট পরীক্ষাতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে থেকে প্রাথমিকে ১৮ থেকে ২০ হাজার শিক্ষক নিয়োগও করা হয়। কিন্তু, প্রায় ৫০০ পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন, পর্ষদের বেশ কিছু উত্তরে ভুল রয়েছে। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, মামলাকারীদের উত্তর সঠিক হলে তাঁদের নম্বর যদি বাড়ে, সেক্ষেত্রে তাঁদের মেধা তালিকায় জায়গা দেওয়ার নির্দেশও দিতে পারে কোর্ট। সেক্ষেত্রে ইতিমধ্যে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের উপর কোনও প্রভাব পড়বে কিনা সেই আশঙ্কাও তৈরি হয়েছে ৷
Be the first to comment