উদ্ধার হল কুশয়হা দম্পতি খুনে ব্যবহৃত ডাম্বেলের রড ও চুরি যাওয়া গয়না। ২২ জুলাই সকালে শিলিগুড়ির বাগডোগরা থেকে এক দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ভূমিকা সেওয়ার ও তার প্রেমিক সঞ্জয় তামাংকে গ্রপ্তার করে পুলিশ। গতকাল তাদের জেরা করে খুনে ব্যবহৃত ডাম্বেলের রড, ওয়েট, চুরি যাওয়া টাকা পয়সা ও সোনা-রুপোর গয়না উদ্ধার করে পুলিশ।
ভূমিকার সঙ্গে অশ্লীল ব্যবহার করত অজয়। আর সেই কারণেই ২২ জুলাই তাকে খুন করে ভূমিকার প্রেমিক সঞ্জয়। খুন করার সময় সঞ্জয়কে দেখে ফেলে অজয়ের স্ত্রী মীনা। তাই তাকেও খুন করা হয়। জেরায় উঠে আসে এইসব তথ্য। এরপর পুলিশ ভূমিকা ও সঞ্জয়কে গ্রপ্তার করে। গতকাল সঞ্জয়কে সেবকরোড সংলগ্ন এলাকার একটি ট্যাটু পার্লারে নিয়ে যায় তারা। ধৃতের বয়ানের ভিত্তিতে ওই পার্লারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাঁরা চুরি যাওয়া টাকা,গয়না উদ্ধার করে। পাশাপাশি ওই পার্লারের টেবিলের নিচ থেকে খুনে ব্যবহৃত ডাম্বেলের রড ও একটি ওয়েট উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, কুশয়হা দম্পতিকে খুনের ঘটনা সঞ্জয় নিজে মুখে স্বীকার করে নিলেও জেরার সময় তদন্তকারীদের বারবার ভুল পথে চালনা করার চেষ্টা করেছিল। প্রথমে সে খুনের কাজে লোহার রড ব্যবহারের কথা বলে। পরবর্তী সময়ে বয়ান বদল করে জানায় যে ওই দম্পতিকে খুনের সময় সে ডাম্বেলের রড ও ওয়েট ব্যবহার করে।
এপ্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (জ়োন-২) তরুণ হালদার বলেন, “একটি দোকান থেকে খুনের ঘটনায় ব্যবহৃত ডাম্বেল, টাকা ও সোনা-রুপোর গয়না উদ্ধার করা হয়। ধৃতকে আরও জেরা করা হচ্ছে।”
Be the first to comment