গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জের। ধস নামল আসানসোলের কুলটি ও সীতারামপুরের স্টেশনের মধ্যেকার রেললাইনে। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। ওই ঘটনায় শুক্রবার সকাল থেকেই ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়া-ধানবাদ লাইনে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্গাপুর স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয়েছে শতাব্দী এক্সপ্রেসকে। অবস্থা বেগতিক বুঝে ঘুরপথে ট্রেন চালানো চেষ্টা শুরু হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে বৃষ্টিতে কার্যত ভেসে গেছে কুলটি, রানিগঞ্জের মতো এলাকা। আর এমনিতেই ওই অঞ্চলগুলি ধসপ্রবণ এলাকা বলেই চিহ্নিত। ধস নামার কিছুক্ষণ আগেই ওই লাইন দিয়ে হাওড়া-দিল্লি রাজধানী চলে যায়। ফলে একটু জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাজধানী। যদি অন্ধকার থাকতে ঘটনাটি ঘটত, তাহলে পরিস্থিতি হত আরও ভয়াবহ। খবর পেয়েই দুর্গাপুর স্টেশনে আটকে দেওয়া হয় শতাব্দী এক্সপ্রেসকে। আদ্রা থেকে ঘুরপথে শতাব্দী চালানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে।
Be the first to comment