বলিউডের বাদশা তিনি। তাঁর জন্মদিনে গণউন্মাদনা দেখা যাবে না, সেটাও কি হয়? প্রত্যাশামতোই বৃহস্পতিবার জন্মদিনে শাহরুখ খানের বাংলোর সামনে নামল ভক্তদের ভীড়। শুভেচ্ছার প্লাবনে ভেসে গেলেন এই সুপারস্টার। খাতায় কলমে ২ নভেম্বর ৫২ বছরে পা দিলেন শাহরুখ। কিন্তু প্রতিবছরের মতো এবারও তাঁকে শুভেচ্ছা জানাতে বুধবার রাত ১২টা থেকেই শাহরুখের বাংলো ‘মন্নত’–এর সামনে ভীড় জমিয়েছিলেন ভক্তরা। তবে ভক্তদের হতাশ করে বাংলোতে ছিলেন না শাহরুখ। বরং বলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তিনি সপরিবারে চলে গিয়েছিলেন আলিবাগে একটি রিসর্টে। সেখানেই বুধবার সন্ধে থেকেই শুরু হয়ে যায়, তাঁর জন্মদিনের উৎসব। পার্টিতে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, দীপিক পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, মালাইকা অরোরা, অমৃতা অরোরা, সিদ্ধার্থ মালহোত্রা, ফারহা খান এবং করণ জোহর। ছিলেন তাঁর স্ত্রী গৌরী খান এবং তিন সন্তানরা। তবে বাংলোর ভক্তরা হতাশ হলেও আলিবাগের রিসর্টে শাহরুখকে যে ভক্তরা শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তাঁদের হতাশ করেননি শাহরুখ। সেখান থেকে ভক্তদের দর্শন দেন তিনি।
Be the first to comment