ছাত্রনেতা মজিদকে খুনের অভিযোগে কোচবিহারের তৃণমূল নেতা মহম্মদ কলিম ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালত সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ৩ আগস্ট ফের তাকে আদালতে তোলা হবে। মজিদ খুনের প্রতিবাদে ছাত্র পরিষদের ডাকে পালিত হল ১২ ঘন্টার বনধ। মাজিদকে গুলি করার অভিযোগে ১৩ জুলাই সাত বহিরাগতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তবে অভিযুক্তদের সাতজন এখনও অধরা। তাদের গ্রেপ্তারের দাবিতে চলছে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন।
জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মুন্না। বৃহস্পতিবার গভীর রাতে বিশাল পুলিসবাহিনী যায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের প্রতিবেশি তৃণমূল নেতা মহম্মদ কলিম ওরফে মুন্নার বাড়ি। সেখান থেকে থানায় আনা হয়। এরপরেই গ্রেপ্তার করা হয় মুন্নাকে। কোতোয়ালি থানার পুলিস জানিয়েছে, অভিযুক্ত মুন্নার বিরুদ্ধে ষড়যন্ত্র, অপরাধীকে আশ্রয় দেওয়া, খুন ও অস্ত্র আইনের একাদিক ধারার মামলা রুজু হয়েছে। ১৩ জুলাই বিবেকানন্দ স্ট্রিটে মজিদকে লক্ষ্য করে যারা গুলি চালিয়েছেন সেই সাত অভিযুক্তকে মদত দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
Be the first to comment