বাড়িতে সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হল এক যুবতীর, গ্রেফতার স্বামী। অভিযোগ, ইউটিউব থেকে শিক্ষা নিয়ে বাড়িতেই সন্তান প্রসবের পরিকল্পনা করেন কারথিকেয়ন। তামিলনাড়ুর তিরুপুরের যুবক । তিনি নিজেই ছিলেন ধাত্রীর ভূমিকায়। আর মৃতের নাম কৃতিকা। তার দুজনেই একটি প্রাইভেট স্কুলের শিক্ষকতার কাজ করতেন। জানা গেছে, তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছিল হাসপাতালে। কৃতিকার ইচ্ছা ছিল দ্বিতীয় সন্তানের জন্ম হবে বাড়িতেই। সেই ইচ্ছা মেনেও নেয় কারথিকেয়ন। শুরু হয় দিনের পর দিন ইন্টারনেট ঘেঁটে, ইউটিউব দেখে শেখার পালা। এর পরে গত ২২ জুলাই বাড়িতেই সুস্থ সন্তানের জন্ম দেন কৃতিকা। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় কিছু সময় পড়েই। অত্যাধিক রক্তক্ষরণ ও যন্ত্রণা শুরু হয়। এরপরেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে দুপুর সাড়ে ৩টের সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রসবের সময় একটি ভিডিও করা হয়। সেই ভিডিওতে দেখা যায় নিজের ইচ্ছাতেই ঘরে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন কৃতিকা। কিন্তু শেষরক্ষা হল না।
Be the first to comment