‘আমাদের লক্ষ্য মোদিকে হারানো ৷ মমতা দিদির সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ পৃথক ফেডারেল ফ্রন্ট গঠন করে কীভাবে মোদি বিরোধী শক্তিকে আরও চাঙ্গা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ উনিশের লোকসভায় বিজেপিক হারাতে জোটবদ্ধ হতেই হবে। গড়ে তুলতে হবে শক্তিশালী ফেডারেল ফ্রন্ট। সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে আসতে এক ছাতার তলায়’।
নবান্নে বৈঠক শেষে এমনটাই জানালেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজ্যের গন্ডী পেরিয়ে দেশের উন্নতিতেও ‘দিদি’কে আহ্বান জানান তিনি। যেভাবে রাজ্যের সামগ্রিক উন্নতি হয়েছে, ঠিক সেভাবেই ‘দিদি’র হাত ধরেই দেশেরও সামগ্রিক উন্নতি হবে, এমনটাও আশা প্রকাশ করেন। বিশেষ করে গোটাদেশে যেভাবে ভয়, হানাহানির পরিবেশ সৃষ্টি হয়েছে, বিরোধীদের ঐক্যবদ্ধ হতেই হবে। সেক্ষেত্রে গুরুদায়িত্ব থাকবে মমতা ব্যানার্জীর কাঁধেই। একই সঙ্গে কাশ্মীরের বর্তামান পরিস্থিতি ও সমস্যা নিয়েও মমতা ব্যানার্জী উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
‘দিদি’ ও তাঁর দলের মধ্য ফারাক কোথায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ন্যাশনাল কনফারেন্সের নেতা বলেন, দুই দলের মধ্যে আসলে কোনও পার্থক্যই নেই। কাশ্মীরবাসীদের প্রতিও যথেষ্টই সহানুভূতিশীল ‘দিদি’। বিরোধী জোটে কে হতে পারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী? এর জবাবে বলেন, সেসব নিয়ে বলার এখন সময় আসেনি। এখনও কোনও কর্মসূচীও হয়নি। কারা কারা ফেডারেল ফ্রন্টে সামিল হবেন, সেসব এখনও চূড়ান্ত হয়নি। এখনও নাম ঠিক হয়নি। এখনি কিভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা সম্ভব? প্রথম লক্ষ্যই হল বিজেপিকে নির্বাচনে হারাতে হবে। প্রয়োজনে পরে নিজেদের মধ্যে আলোচনা করা যাবে।
Be the first to comment