হাঁটু মুড়ে করজোড়ে যোগী আদিত্যনাথের আশীর্বাদ নিচ্ছেন এক পদস্থ পুলিশ অফিসার, ছবি ভাইরাল!

Spread the love

পুলিশ কর্তাভজা। এ অভিযোগ নতুন কিছু নয়। গোটা দেশেই পুলিশের এই চরিত্র। তবে বোধহয় সব্বাইকে টেক্কা দিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। উর্দিপরা এক পদস্থ পুলিশ অফিসার হাঁটু মুড়ে করজোড়ে আশীর্বাদ নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গোরক্ষনাথ মন্দিরের মোহন্ত আদিত্যনাথ তাঁর মাথায় ফুল দিয়ে আশীর্বাদও করছেন। ওই পুলিশ অফিসার প্রবীণকুমার সিং ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, প্রবীণকুমার আদিত্যনাথের কপালে তিলক এঁকে দিচ্ছেন। তৃতীয় ছবিতে তিনি আদিত্যানাথকে মালা পরাচ্ছেন।

প্রবীণকুমার গোরখনাথ এলাকার সার্কেল অফিসার। ফেসবুকে তিনি লিখেছেন, গুরুপূর্ণিমায় তিনি গেরুয়াধারী মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, গোরখনাথ মন্দিরের প্রধান হিসেবে। কিন্তু সেটা কি একজন উর্দিধারী পুলিশ অফিসার করতে পারেন? এনিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার বিতর্ক। ফেসবুক, টুইটারে একদলের বক্তব্য, ঠিকই করেছেন প্রবীণকুমার। পাঁচ মিনিটের সাক্ষাতের জন্য কি তিনি উর্দি পাল্টাবেন? এ সপ্তাহের গোড়ায় দিল্লির এক পুলিশ অফিসারের এক স্বঘোষিত গুরুমার আশীর্বাদ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছিল। ছবিটা তার অফিসে তোলা হয়েছিল। এরপর ওই অফিসারকে পুলিশ লাইনে বদলি করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*