ফেক প্রোফাইল, গোপন মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়া, হুমকি কিংবা বিরক্ত করা। বিষয়গুলি নিয়ে বহু মামলা দায়ের হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায়। বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এখন আবার সোশাল সাইটে এক নতুন বিপত্তি। মহিলাদের উত্ত্যক্ত করছে মহিলারাই। বিষয়টি নজরে পড়েছে কলকাতা পুলিশেরও। এ বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম-কমিশনার (অপরাধ) প্রবীণ কুমার ত্রিপাঠী।
সমকামিতা নতুন কোনও বিষয় নয়। বহু আলোচিত, চর্চিতও বটে। কিন্তু নেটিজেনরা দেখতে পাচ্ছেন সোশাল সাইটে নতুন উৎপাত। যেখানে মহিলারা ফাঁদে ফেলার চেষ্টা করছে মহিলাদেরই। দেখানো হচ্ছে নানা প্রলোভন। অনেক ক্ষেত্রে আবার চলছে কটূ কথার বিচ্ছুরণ। সোশাল সাইটের এই নতুন ট্রেন্ড এই মুহূর্তে কলকাতা পুলিশের মাথাব্যথার কারণ। বিষয়টি নিয়ে নজরদারি শুরু করেছে পুলিশ। অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে মহিলাদের নাম এবং ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল বানিয়ে এই কাজ করছে কিছু যুবক।
এ প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(অপরাধ) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। যদি তেমন কিছু পাওয়া যায় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Be the first to comment