হকারদের পুনর্বাসনের আশ্বাস রাজ্য সরকারের, সেক্টর ৫-এ খুললো দোকান

Spread the love

সল্টলেক সেক্টর ফাইভে আজ অর্থাত্‍ শনিবার সব দোকান খোলা থাকবে ৷ শুক্রবার ৩ হকারকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন হকাররা। শুক্রবার এর প্রতিবাদে ধর্মঘটও করেন হকাররা ৷ বন্ধ রাখা হয় সেক্টর ফাইভে ফুটপাথের সব দোকান ৷ অভিযোগ, অ্যাপ নির্ভর খাবার সরবরাহের কর্মীদেরও কাজে বাধা দেওয়া ও মারধর করা হয় ৷

গত বুধবার থেকে টানা বৃষ্টিতে বৃহস্পতিবার জলের তলায় ছিল অফিস পাড়া সেক্টর ৫ ৷ বর্ষায় প্রতি বছরের এই দুর্ভোগ মালুম হয় এক হাঁটু জল ঠেলে অফিস ঢোকার সময় ৷ ফুটপাথ আছে ৷ কিন্তু দোকানের সারি ৷ ফলে হাঁটু জল রাস্তায় নেমেই হাঁটতে হয় পথচারীকে ৷ খানাখন্দে ভরা রাস্তায় বড়সড় দুর্ঘটনার ঝুঁকি আছেই ৷ সেক্টর ফাইভে হকারদের তুলে তাই ফুটপাথ খালি করার উদ্যোগ নিয়েছে পুরনিগম ৷ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

শনিবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হকারদের পুনর্বাসন নিয়ে একটি বৈঠক হয় ৷ পুনর্বাসনের আশ্বাসেই শনিবার দোকান খুলেছেন হকাররা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*