‘আমরা জীবন দেবো কিন্তু ভাঁওতাবাজদের বাংলায় জায়গা দেবো না’- বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

মেদিনীপুরের কলেজ মাঠের জনসভা থেকে ২০১৯-এ বিজেপিকে নির্মূল করার ডাক দিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, মোদি সরকারকে উৎখাত করতেই হবে ৷ ২০১৯ বিজেপি ফিনিশ ৷ এটাই আমাদের মূল মন্ত্র ৷

বিজেপি ধর্মের রাজনীতি করে ৷ সেই বিষয়টি নিয়েই এদিন সরব হলেন অভিষেক ৷ তিনি বলেন, আমরা জীবন দেব, রক্ত দেব কিন্তু ভাঁওতাবাজদের বাংলায় জায়গা দেবো না ৷ বিজেপি ধর্মীয় বিভাজনের লড়াই করে ৷ আমাদের ধর্ম মানুষকে এক করে ৷ যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাসী নই আমরা ৷ ওরা রাজনীতির জন্য ধর্মকে বিক্রি করে ৷ আর এদিকে হিন্দু ধর্মের জন্য কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশের কেউ এত কাজ করতে পারেনি ৷ মুসলিমদের জন্যও কাজ করেছেন মমতা ৷ বাংলায় হিন্দু-মুসলিম দাঙ্গা করা যাবে না ৷

পাশাপাশি এই মেদিনীপুরেই মোদির জনসভায় প্যান্ডেল ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় প্রায় ৮০ জন সমর্থক আহত হয়েছিলেন ৷ সেই ঘটনা নিয়েও এদিন মোদিকে কটাক্ষ করতে পিছপা হননি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ৷ অভিষেক বলেন, কোটি টাকা খরচ করেও ওরা প্যান্ডেল বাঁধতে ব্যর্থ হয়েছিল ৷ তারা আবার বাংলা দখলের হুঙ্কার দেয় ৷

প্রসঙ্গত, মেদিনীপুরের কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, ‘মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শনিবার এই প্রসঙ্গ নিয়েও বিজেপিকে একহাত নেন অভিষেক ৷ তিনি বলেন, ওরা বলছে আমরা সিন্ডিকেট করি ৷ হ্যাঁ, আমরা সিন্ডিকেট করি ৷ তৃণমূল মানুষের সিন্ডিকেট করেছে ৷ আর আগামী দিনে তৈরি হচ্ছে বিজেপি ভারত ছাড়ো সিন্ডিকেট ৷ এই সিন্ডিকেটের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সী, মানস ভুঁইয়া, গীতারানী ভুঁইয়ার মতো প্রথম সারির নেতা মন্ত্রীরা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*