বারাণসীর কেন্ট রেলওয়ে স্টেশনের কাছে ১৮ মে এক নির্মীয়মান উড়ালপুলের একাংশ ভেঙে ১৮ জনের মৃত্যু হয়েছিল। সেখানে ২৫জনেরও বেশি গুরুতর আহত হয়েছিলেন৷ এই দুর্ঘটনায় সামনে এসেছে দায়িত্বে থাকা কর্মী ও আধিকারিকদের গাফিলতি ৷ যোগী সরকার এই ঘটনাটি বেশ গুরুত্ব সহকারে দেখেছে ও তদন্তভার পুলিশের হাতে তুলে দিয়ে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছিলেন ৷
উত্তরপ্রদেশের জিডিপি ওপি সং শনিবার জানিয়েছেন এই ঘটনায় ৭ ইঞ্জিনিয়ার সহ এক ঠিকাদার গ্রেফতার হয়েছেন ৷ পুলিশ সূত্রে জনা গিয়েছে প্রাক্তন চিফ প্রজেক্ট ম্যানেজার গেঁদালাল, কেআর সূদন, এই রাজেন্দ্র সিং, এই তপস্যা যাদব, জেই লালচাঁদ, জেই রাজেস পাল আর ঠিকাদার সাহেব হুসেনকে গ্রেফতার করা হয়েছে ৷
এই ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ৷ স্বভাবতই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে ৷ তাদের কাছ থেকে একাধিক সূত্রের হদিশ পাওয়া যাবে বলেই মনে করছে পুলিশ ৷
Be the first to comment