দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

Spread the love

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামের রাস্তা। চলাফেরায় বিভিন্ন রকম সমস্যা শুরু হয় পথচলতি মানুষের। কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতের দূর্বাচটী গ্রাম থেকে পশ্চিম মানিকা গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত শরু মোরামের রাস্তাটি চরম বেহাল দশা। এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য পথচলতি মানুষের নিত্য যাতায়াত। গ্রামবাসীদের অভিযোগ বছর চারেক আগে রাস্তায় মোরাম ফেলেছিল। তারপরথেকেই কোনরকম রাস্তা মেরামতির কাজ হয়নি। ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী থেকে সাইকেল ও মোটর সাইকেল আরোহীরা প্রায়শই ছোটবড় দুর্ঘটনার শিকার হন। আর এরই প্রতিবাদে দ্রুত রাস্তা সারাইয়ের দাবীতে আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধে নামে গ্রামবাসীরা। মাটির ঐ মোরাম রাস্তাটি গাছের ডালদিয়ে ঘেরে অবরোধ চালায়।পরে রাস্তায় ধানগাছ পুঁতে প্রতিকী বিক্ষোভ দেখাতে থাকেন।

অবরোধে আটকাপড়ে স্থানীয় বৈষ্ণবচক হাইস্কুলের ছাত্রছাত্রীরা।স্থানীয় দূর্বাচটী গ্রামের বিক্ষোভকারী শুভময় পাত্র অভিযোগ করেন,পশ্চিম মানিকা থেকে বৈষ্ণবচক হাইস্কুল আসার প্রধান রাস্তা। নিত্যদিন প্রচুর মানুষের যাতায়াত। দীর্ঘ বছর চারেক প্রায় দেড় কিমি রাস্তাটির কোনরূপ সংস্কার হয়নি।মাটির এই রাস্তায় গর্ত আর খানাখন্দে পরিপূর্ণ। তাই বাধ্যহয়েই রাস্তায় ধানগাছ পুঁতে বিক্ষোভে সামিল হয় বহু গ্রামবাসী। এই প্রসঙ্গে বৈষ্ণবচক হাইস্কুলের প্রধান শিক্ষক সুবর্ন হাজরা জানান,সকাল থেকে অবরোধের জেরে ছাত্রছাত্রীরা আটকা পরে রাস্তায়।

তবে এই এলাকাবাসীর আন্দলোন ন্যাহ্য বলে জানান।তিনি বলেন কশেক বছর ধরেই এলাকায় রাস্তা খারাপ।ছাত্রছাত্রীরা প্রায়শই সমস্যায় পড়ে।বর্ষায় আরো খারাপ হয়েছে রাস্তায়।তবে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থাগ্রহনের।এদিন প্রায় সকাল থেকে ঘন্টা পাঁচেক অবরোধ রাখে গ্রামবাসীরা। রাস্তা খারাপ প্রসঙ্গে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মানব সামন্ত জানান,রাস্তার বিষয়টি গ্রামপঞ্চায়েত দেখভাল করে।তবে অবরোধের বিষয়ে খোঁজ নিচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*