জায়গার নামের পরে এবার কোপ স্কুলের নামে। উত্তরপ্রদেশের সরকারি স্কুলের নামে থেকে বাদ যাবে ‘ইসলামিয়া’ শব্দ। নয়া ফরমান যোগী সরকারের। ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে বলেও জানিয়েছে সে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বালিয় জেলার একাধিক স্কুলের নামের সঙ্গে ইসলামিয়া শব্দটি রয়েছে। এমন ১৫টি স্কুলের নামের তালিকা তৈরি করা হয়েছে। সেগুলো থেকে শব্দটি বাদ দিতে হবে। একই সঙ্গে স্কুলগুলি রবিবারের বদলে শুক্রবার ছুটি থাকে। সেই ছুটির দিনও পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। সংসদ সূত্রে জানা গেছে, নামের আগে ইসলামিয়া ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানগুলি। যা আইনবিরুদ্ধ। সেজন্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Be the first to comment