আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে উত্তরবঙ্গে, জানালো হাওয়া অফিস

Spread the love

রবিবাসরীয় সকালটা খুব ভাল কাটেনি শহরবাসীর ৷ গতকাল বৃষ্টির একটু কম দাপট দেখে মনে আশার সঞ্চার হয়েছিল ঠিকই ৷ কিন্তু ছুটির দিনের সকালের সেই একটানা বৃষ্টি সেই আশায় জল ফেলেছে আবার ৷

এক চিলতে রোদের দেখা নেই ৷ রাস্তায় বেরলেই জল-কাদা-জ্যাম, একাকার কাণ্ড ৷ এবার বৃষ্টি কমার অপেক্ষায় দিন গুনছেন শহরবাসী ৷ কলকাতার একাধিক এলাকা দিন পনেরো ধরে জলমগ্ন ৷ সকাল থেকে আবারও সেই বৃষ্টির আবহ ৷

তবে এই নিরাশার মধ্যেও আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ আলিপুরের তরফে জানানো হয়েছে, আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ৷ অন্যদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ৷ যদিও আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ থাকবে ৷ আজও কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হতে পারে ৷ তবে বৃষ্টির পরিমাণ কমবে ৷ হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় জারি থাকবে অস্বস্তি।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শুরু হবে ৷ বর্তমানে বঙ্গোপসাগরের উপর রয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এর জেরেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ৷ তবে এই মুহূর্তে পূর্ব উত্তর প্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্তটি ৷ ফলে আগামী ২৪ ঘণ্টায় সেখানেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*