বিজনেস ম্যাগাজিন ফোর্বস সদ্য প্রকাশিত করলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলার তালিকা। যার মধ্যে ভারতের ৫জন এই তালিকার অন্তর্ভূক্ত। এই তালিকার ৩২ নম্বরে আছেন আই.সি.আই.সি.আই ব্যাঙ্কের সিইও ছন্দা কোচার। গত বছর তিনি ৪০ নম্বরে ছিলেন। এর পরে ৫৭ নম্বরে আছেন এইচ.সি.এল এন্টারপ্রাইসের এর চেয়ারম্যান রোশনি নাদার মালহোত্রা। বিকন লিমিটেডের ম্যানিজিং ডাইরেক্টর কিরণ মজুমদার-শ আছেন ৭১ নম্বর, যিনি গত বছর ৭৭-এ ছিলেন এবং তালিকার ৯১ নম্বরে আছেন শোভনা ভারতিয়া, যিনি এইচ.টি মিডিয়ার চেয়ারপার্সন এবং এডিটোরিয়াল ডিরেক্টর। তালিকায় প্রথম অন্তর্ভুক্তি হলো ভারতের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, যিনি ৯৭ নম্বরে আছেন।
ছন্দা কোচার, আই.সি.আই.সি.আই ব্যাঙ্কের সিইও
রোশনি নাদার মালহোত্রা, এইচ.সি.এল এন্টারপ্রাইসের এর চেয়ারম্যান
কিরণ মজুমদার-শ, বিকন লিমিটেডের ম্যানিজিং ডাইরেক্টর
শোভনা ভারতিয়া, এইচ.টি মিডিয়ার চেয়ারপার্সন এবং এডিটোরিয়াল ডিরেক্টর
Be the first to comment