বুধবার বার্মিংহ্যাম থেকেই আসল পরীক্ষা শুরু হচ্ছে বিরাটদের

Spread the love

এজবাস্টনে টেস্ট শুরু হতে বাকী আর মাত্র ৪৮ ঘণ্টা ৷ টি২০ এবং ওয়ান ডে সিরিজে যাই ফল হোক না কেন, বুধবার বার্মিংহ্যাম থেকেই আসল পরীক্ষা শুরু হচ্ছে বিরাটদের ৷ পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ শুরু হওয়ার আগে অবশ্য ম্যাচ প্র্যাকটিস ভালমতোই পেয়েছে টিম ইন্ডিয়া ৷ আয়ারল্যান্ড সফর থেকে ধরলে দু’টো টি২০ সিরিজ এবং একটা ওয়ান ডে সিরিজের পাশাপাশি চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত ৷ এবার টেস্ট সিরিজেও তাই ভাল ফলের আশায় কোহলি ব্রিগেড ৷

টেস্ট শুরুর দু’দিন আগে হেড কোচ রবি শাস্ত্রী যা বলেছেন, তাতে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়বে বিরাটদের ৷ দলকে শাস্ত্রীর একটাই বার্তা, ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে পারলেই বিদেশে সেরা সফরকারী দল হয়ে ওঠার ক্ষমতা রাখে এই টিম ইন্ডিয়া।

শাস্ত্রীর মতে, ‘‘ আমরা বিদেশের মাঠে সেরা দল হয়ে উঠতে চাই। সেই দক্ষতা আমাদের আছে। বিদেশে আমরা সাদা বলের ক্রিকেটে খুব ভাল করছি। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে লাল বলের ক্রিকেটেও ভাল খেলেছি। সেই খেলাটাই খেলে যেতে চাই। আমাদের সামনে চ্যালেঞ্জ হল, লাল বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলা।’’ পাশাপাশি ব্যাটসম্যান বিরাটের কাছেও এই সিরিজে নিজেকে সেরা প্রমাণ করার বড় সুযোগ রয়েছে বলে মনে করেন শাস্ত্রী। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*