বৃষ্টিতে যমুনার জল বিপদসীমা ছাড়িয়েছে। রবিবার সন্ধে থেকেই দিল্লির পুরানো যমুনা ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে ২৭টি ট্রেন বাতিল হয়েছে, সাতটিকে ঘুরিয়ে দেওয়া হয়ছে অন্য রুটে। পুরনো যমুনা ব্রিজকে বলা হয় লোহে কি পুল। এর ওপর দিয়ে যানবাহনের পাশাপাশি ট্রেনও যায়। দিল্লির সঙ্গে পাশের রাজ্যগুলির যোগাযোগের এটিই অন্যতম মাধ্যম। যমুনার তীরবর্তী নিচু এলাকা সবই জলমগ্ন। নষ্ট হয়েছে বহু সম্পত্তি। বিশেষকরে অক্ষরধাম, পাণ্ডবনগর এলাকায়। নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন ৩ হাজার বাসিন্দা। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংশ্লিষ্ট দফতরের অফিসারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। খোলা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রও। হাতানি কুণ্ড জলাধার থেকে আরও জল ছাড়ার জন্য বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরইসঙ্গে হরিয়ানাতেও মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারও রবিবার সব অফিসারকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। যমুনানগরের বাসিন্দাদের নৌকা দেওয়া হয়েছে।
Be the first to comment