দার্জিলিঙের বাসিন্দাদের জন্য রাজ্য সরকার তৈরি করতে চলেছে গ্রিনফিল্ড ইউনিভার্সিটি। আর আগামীকাল বিধানসভায় দা গ্রিনফিল্ড ইউনিভার্সিটি বিল ২০১৮ পেশ হতে পারে বলে সূত্রের খবর। একইসঙ্গে আসতে পারে বহু প্রতীক্ষিত মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বিল। পাশাপাশি, পেশ হতে পারে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, পূর্ব মেদিনীপুর ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বিলও।
কেন এই বিশ্ববিদ্যালয় তৈরির ভাবনা?
মূলত দার্জিলিঙের গরিব ও পিছিয়ে পড়া মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় তৈরির কথা ভাবা হয়েছেপাহাড়ের বাসিন্দারাও যাতে পড়াশোনার সুযোগ পান, সেই কারণে এই বিশ্ববিদ্যালয়ের ভাবনাভৌগোলিক কারণে এই রাজ্যের অনেক জেলায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় তৈরি করা সম্ভব হয়নি। রাজ্য সরকার মনে করছে, দার্জিলিং জেলায় এই বিশ্ববিদ্যালয় হলে সেখানকার বাসিন্দাদের আর্থ-সামাজিক ও শিক্ষাগত উন্নয়ন হবেএই বিশ্ববিদ্যালয় তৈরি হলে অনেকের কর্মসংস্থান হবেএই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সসেলেন্স করার কথা ভাবছে রাজ্য সরকার। এই বিশ্ববিদ্যালয়ে মূলত কালচার ও সোশাল স্টাডিজ পড়ানো হবে বলে জানা গেছে।
আগামীদিনে দার্জিলিং জেলার সব কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা হস্টেল ও লাইব্রেরির সুবিধাও পাবে। থাকবে ডিস্টেন্স এডুকেশনের ব্যবস্থাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পাহাড়ে গিয়েছেন সেখানকার মানুষের কথা শুনতে। তিনি পাহাড়ে উপস্থিত থাকাকালীন পাহাড়ে গণ্ডগোলও হয়েছে। বিমল গুরুং, রোশন গিরিরা লোকচক্ষুর বাইরে চলে যাওয়ার পর, বিনয় তামাংরা সরকারের সঙ্গে সক্ষতা রেখে চলেছে। সূত্রের খবর রোহিত শর্মা, সবিতা রাই, অমর সিং রাই ও হর্কা বাহাদুর ছেত্রীরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন পাহাড়ে বিশ্ব বিদ্যালয়ের জন্য। সেই আবেদনই বাস্তবায়িত করতে চলেছে সরকার।
Be the first to comment