অগাস্টের প্রথম সপ্তাহেই দু’দিনের সফরে অসম যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। জানা গিয়েছে, প্রতিনিধি দলে থাকছেন শুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, নাদিমুল হক, অর্পিতা ঘোষ ও মমতা ঠাকুর সহ মোট ৬ জন সাংসদ। এছাড়া রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও অসম যাচ্ছেন বলে জানা গিয়েছে।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই অসমের নাগরিকপঞ্জি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরও একবার বাঙালির প্রতি চক্রান্ত ও জাতিবিদ্বেষের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী ৷ তাঁর অভিযোগ, নাম-পদবি দেখে চক্রান্ত করে বেছে বাঙালিদের নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হচ্ছে ৷ আর পুরো বিষয়টিই সরজমিনে খতিয়ে দেখতে অগাস্টের প্রথম সপ্তাহেই অসম যাচ্ছে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, সোমবারই প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকা ৷ সেই তালিকা থেকেই বাদ পড়েছে প্রায় ৪০ লক্ষের মতো বাঙালী নাগরিকের নাম ৷ ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে প্রকাশিত হয়েছে ২.৯০ কোটি ভারতীয়ের নাম ৷ আর সেই তালিকা প্রকাশিত হতেই ফের চিন্তায় পড়েছেন প্রায় ৪০ লক্ষ নাগরিক ৷
Be the first to comment