রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা-
এই ভরা বর্ষায় নিজেকে ফ্রেশ রাখাটা দায় হয়ে পড়ে। একে তো সারাদিন বৃষ্টি, তার মধ্যেই যারা কোনও না কোনও কাজের সঙ্গে যুক্ত তাদের বাইরে বেরোতেই হচ্ছে।
কিন্তু কী ভাবে থাকবেন ফ্রেশ?
প্রথমে বলি বর্ষায় হাইজেনিক থাকাটা সবচেয়ে বেশী প্রয়োজন। না হলে শরীরের বিভিন্ন অংশে বাসা বাঁধতে পারে জীবানু। প্রতিদিন ফ্লোরার যে কোনও একটা শ্যাম্পু দিয়ে অবশ্যই শ্যাম্পু করুন। বর্ষায় মাথায় জল লাগালে বাড়ি ফিরে আর একবার মাথাটা ধুতে ভুলবেন না। আর রোজ রাতে মাথার খুলির উপরিভাগের স্তরে (স্কাল্প-এ) অ্যালোপেসিয়া টনিক ব্যবহার করবেন।
স্নানের সময় বডি ওয়াশ ও স্ক্রাব অবশ্যই ব্যবহার করতে হবে। ফ্লোরার স্প্ল্যাশটা অন্তত দিনে ৩ বার সারা গায়ে এবং হাতে-পায়ে লাগাতে হবে। এটাই আপনাকে বর্ষার নোংরা জলের প্রকোপ থেকে বাঁচাবে।
এর সঙ্গে যেটা দরকার সেটা হলো প্রতিদিন ৩ বার করে ফেশ ক্লিন করা এবং অবশ্যই সপ্তাহে একবার রেডিয়েন্ট গ্লো প্যাক লাগালে আপনিও থাকবেন সুস্থ ও তরতাজা।
Be the first to comment