অপহরণের মতো অপরাধের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত রয়েছেন বিজেপির বিধায়ক ও সাংসদ। এমনটাই জানাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। ভারতে সবমিলিয়ে বিধায়ক ও সাংসদের সংখ্যা প্রায় ১০২৪। এদের অনেকের বিরুদ্ধেই রয়েছে অপহরণের অভিযোগ। সংস্থাটি আরও জানিয়েছে, অপহরণের দায়ে প্রায় ৬৪ জন বিধায়ক ও সাংসদের নাম রয়েছে পুলিশের খাতায়। এর মধ্যে ১৬ জনই বিজেপির সদস্য।
সংখ্যার নিরিখে এরপরেই রয়েছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল। কিন্তু এগুলো ছাড়াও বিজেডি, ডিএমকে, সপা, টিডিপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলও রয়েছে।
আরও জানা গেছে, সবচেয়ে বেশি অভিযুক্তেরা হলেন উত্তরপ্রদেশ ও বিহারের জননেতারা, মোট ১৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। আর পশ্চিমবঙ্গে থেকে রয়েছে মোট ৬ জন। তবে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে পাপ্পু যাদবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৬টি। তারপরেই রয়েছেন, বিহারের এলজেপি সাংসদ রামকিশোর সিং। অভিযোগের সংখ্যা প্রায় ৪টি। আর রাজ্যসভার সদস্যদের মধ্যে মহারাষ্ট্রের ধুত রাজকুমার নন্দলাল (এসএইচএস) ও নারায়ণতনু রাণে (বিজেপি) রয়েছেন।
এছাড়া উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির চন্দ্রপাল সিং যাদবের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
Be the first to comment