ডেঙ্গি দমনে ব্যবস্থা নিলে পুজোকমিটিগুলিকে দেওয়া হবে পুরস্কার। দুর্গাপুজোয় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ও একটি NGO মিলে এই পুরস্কার দেবে। আজ একথা জানান মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। কলকাতাকে সাতটা জ়োনে ভাগ করে এই পুরস্কার দেওয়া হবে।
অতীন ঘোষ বলেন, “পুজোকমিটিগুলোকে তাদের নিজেদের এলাকায় রাস্তা পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গি নিধনে তারা কী পদক্ষেপ নিয়েছে তা দেখা হবে। সেই বাবদ ৬০ শতাংশ নম্বর থাকবে। পাশাপাশি আলোকসজ্জার জন্য ৪০ শতাংশ নম্বর থাকবে। বিজয়ী পুজোকমিটিগুলোকে আর্থিক পুরস্কার দেওয়া হবে।” উত্তর কলকাতা, মধ্য কলকাতা, পূর্ব কলকাতা, গার্ডেনরিচ, খিদিরপুর, বেহালা ও যাদবপুর এই সাতটি জ়োনে ভাগ করা হয়েছে। প্রতিটি জ়োনেই পুরস্কার দেওয়া হবে।
আজ সকাল থেকে অতীন ঘোষ বিভিন্ন এলাকার স্বাস্থ্যবিভাগগুলিতে অভিযান চালান। এরপর ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করেন তিনি। জানান, ফাঁকা বাড়িগুলিতে পুলিশের সাহায্য নিয়ে জমা জল ফেলে দিতে হবে। নির্মীয়মাণ বাড়িগুলির ক্ষেত্রে পৌর প্রতিনিধিদের নজর রাখতে হবে। যদি নির্মীয়মাণ সংস্থা সতর্ক না হয় তাহলে পৌরনিগমের বিল্ডিং বিভাগে অভিযোগ জানিয়ে কাজ বন্ধ করে দিতে হবে।
Be the first to comment