অমিত শাহর জরুরি তলব পেয়ে দিল্লি যাচ্ছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

Spread the love
BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর জরুরি তলব পেয়ে আজ দিল্লি যাচ্ছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে যাচ্ছেন BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। মূলত রথযাত্রার কর্মসূচি চূড়ান্ত করতেই এই দিল্লি যাত্রা। পাশাপাশি অসমের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য BJP-র কী অবস্থান নেবে, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
সূত্রের খবর, এবার থেকে BJP-র কোনও সভায় ছাউনির ব্যবহার করা হবে না। মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দুর্ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল কৈলাস বিজয়বর্গীয় দলের রাজ্য দপ্তরে এক বৈঠকে নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছেন। পাশাপাশি কোনও বড় সভার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে আরও সমন্বয় বাড়ানোর কথাও বলেছেন তিনি। অমিত শাহর সভার জন্য যুব মোর্চাকে ৫ লাখ লোক আনার লক্ষ্যমাত্রা দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। 
দিলীপ ঘোষ বলেন, “অমিত শাহর সভা ১১ অগাস্টই হবে। রাজ্য সরকারকে আমরা ৫টি জায়গার জন্য আবেদন করেছি। এবার রাজ্য সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেই আমরা সেই অনুযায়ী কাজ শুরু করব। যদি শেষ পর্যন্ত রাজ্য সরকার আমাদের অনুমতি না দেয় তখন আমরা কোর্টের দ্বারস্থ হব। আমি অমিত শাহকে রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট দেব। রথযাত্রার রুট প্ল্যানও তাঁর হাতে তুলে দেব।” 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*