রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। মঙ্গলবার সকাল থেকে হালকা রোদের ঝিলিক দেখা গেলেও সন্ধের পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। সারা রাত ধরে চলা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দিনভর হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে শহরে।
বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী তিন দিন রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরের পাশাপাশি ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই ২৪পরগনাতেও দাপিয়ে ব্যাটিং করবে বর্ষা।
গত এক সপ্তাহে লাগাতার বৃষ্টির পর রবিবার এবং সোমবারে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গরমও কিছুটা বেড়ে গিয়েছিল। মঙ্গলবার ছিল কিছুটা স্বস্তির হাওয়া। কিন্তু সন্ধের পর থেকেই আকাশের মুখ ভার হতে থাকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা একটানা সক্রিয় থাকার কারণেই মহানগর-সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ অব্যাহত।
লাগাতার বৃষ্টির কারণে ইতিমধ্যেই কলকাতার একাধিক অংশে রাস্তার বেহাল দশা ফুটে উঠেছে। জল জমার কারণে তৈরি হয়েছে যানজটও।বেহালা থেকে বাইপাস, দমদম থেকে গড়িয়া, সর্বত্রই একই চিত্র। উত্তর ও মধ্য কলকাতার একাধিক অংশও জলমগ্ন।
Be the first to comment