তুমুল ঝোড়ো হাওয়ায় টেক অফের পরেই ভেঙে পড়ল বিমান। তবে, অল্পের জন্য রক্ষা পেল বিমান কর্মী-সহ ১০৩ যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর ডুরাঙ্গোতে।
ডুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস মিলেনিও জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ টেক অফ করে এয়ারোমেক্সিকো এয়ারলাইন্সের এএম২৪৩১ বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে টেক অফের সময়েই অদ্ভুত গতিতে চলত থাকে বিমানটি। কিছু পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এএম২৪৩১। আগুন ধরে যায় বিমানে। গুরুতর জখম হয়েছেন বিমানের অন্তত ৮৫ জন যাত্রী। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীদের কথায়, বিকট আওয়াজের সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিমানের ভিতর সব যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, অনেকের আঘাত গুরুতর। রাজ্যের স্বাস্থ দফতরের মুখপাত্রের কথায়, দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
মেক্সিকোর পরিবহনমন্ত্রী জেরারদো রুইজ এসপারজা বলেছেন, “বিমানের ১০৩ জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের তরফে বলা হয়েছে, “যাঁরা এই দুর্ঘটনার কবলে পড়েছেন সেই সব যাত্রীর পরিবারের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এই পরিস্থিতির মোকাবিলা করছি। যাত্রী ও তাঁদের পরিবারের জন্য যা যা প্রয়োজন, সবই করা হবে।”
Be the first to comment