অসমে জাতীয় নাগরিকপঞ্জি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া নিয়ে যখন দেশ জুড়ে হইচই চলছে, তখন জানা গেল, ওই তালিকায় নেই প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপোর নামও। তিনি হলেন জিয়াউদ্দিন আলি আহমেদ। ফকরুদ্দিন আলি আহমেদ ১৯৭৪ থেকে ১৯৭৭ অবধি রাষ্ট্রপতি ছিলেন। কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিয়াউদ্দিনের উদাহরণ দিয়ে বলেছেন, এতেই বোঝা যায় কীভাবে প্রকৃত নাগরিকদের নাম জাতীয় পঞ্জি থেকে বাদ পড়েছে। এরকম আরও অনেকের নামই ওই তালিকায় নেই।
জিয়াউদ্দিন বলেছেন, আমার বাবার নাম লিগাসি ডেটা ডকুমেন্টে ছিল না। তাই আমাদের নামও নাগরিক পঞ্জিতে নেই। যাঁরা ১৯৫১ সালে অসমে বসবাস করতেন তাঁদের নাম লিগাসি ডেটা ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে।
বিরোধীরা অভিযোগ করেছেন, জাতীয় নাগরিকপঞ্জিতে বেছে বেছে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে সরকার থেকে বার বার বলা হয়েছে, গত সোমবার যে নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছে, তা খসড়া মাত্র। তার ভিত্তিতে এখনই কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
Be the first to comment