শুরু হয়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চার ফেরার নেতা বিমল গুরুং-এর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া। বুধবারেই তাঁর পাতলেবাসের বাড়ির আসবাবপত্র সিজ করে সিআইডি। সিল করে দেওয়া হয় তাঁর বাড়িও।
এই বছরের মার্চ মাসেই গুরুং সহ মোর্চার পাঁচ নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। গত বছরের জুন মাসে, দার্জিলিং এর ভানুভক্ত ভবনের সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ করার কারণে বিমল গুরুং ও মোর্চার অন্য নেতাদের অভিযুক্ত করে সিআইডি। সেই মামলায় বারবার আদলতে হাজিরার নির্দেশ অমান্য করে গুরুংরা।
এরপরেই আদালত সিদ্ধান্ত নেয় যে গুরুংরা ঘোষিত অপরাধী। তাঁদের বাড়ির সামনে এই বিষয়ে নোটিসও লাগানো হয়। এরপরেই সিআইডির আর্জিতে আদালত তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
সেই প্রক্রিয়াই অবশেষে শুরু হল বুধবার। এরপর আশা গুরুং, রোশন গিরিদের মতো বাকি নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করা হবে
Be the first to comment